মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ডাম্পট্রাকচালক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-১ এর টোলারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য জানায় র্যাব-৮।
গ্রেফতার সাদ্দাম হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের গোলাপ শিকদারকান্দি গ্রামের ছাবু শিকদারের ছেলে।
মাদারীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ হেড কোয়াটারের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান,
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে ছয় শ্রমিক ও পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত সার্ভেয়ারকে নিয়ে ঢাকামুখী সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল একটি পিকআপ। মাঝপথে শিবচরের সূর্যনগর এলাকায় তিন শ্রমিককে নামিয়ে দিয়ে বাকি তিনজন ও সার্ভেয়ারকে নিয়ে প্রজেক্ট এরিয়ার দিকে রওনা হয় গাড়িটি।
যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক ও চীনা সার্ভেয়ারসহ পাঁচজন আহত হন।
এদের মধ্যে চ্যাং বিন নামের ওই চীনা নাগরিক ও রিজু নামের এক বাংলাদেশিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক চীনা নাগরিক চ্যাং বিনকে (৩২) মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত মুইদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চালককে আসামি করে শিবচর থানায় মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ডাম্পট্রাকচালককে শনাক্ত করা হয়। পরে ঢাকার মিরপুর-১ এর টোলারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।