কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নেই। তাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বেঞ্চ দিয়ে তৈরি করা অস্থায়ী শহিদ মিনারে।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাবুব আলম খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক শামীম রানা জানান, স্কুলের অবস্থা খুবই জরাজীর্ণ। প্রয়োজনীয় ক্লাসরুমও নেই। সেখানে শহিদ মিনার কীভাবে তৈরি করা হবে। তাই আমাদের ছাত্র-ছাত্রীরা নিজেরা এভাবে শহিদ মিনার তৈরি করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।