মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছয়মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ছয়মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের একমাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে পাঁচটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে উপসচিব মো. মিজানুর রহমান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়া নিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। ভবিষ্যতে যেন এ রকম না হয় পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সহকারী প্রধান শিক্ষক টানা ছয়মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। যদি ছয়মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তাহলে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য থেকে যে কোনো একজনকে পরবর্তী ছয়মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে। এক মেয়াদে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করলে পরবর্তী এক বছর পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান হওয়া যাবে না।
এতে আরও বলা হয়, ছয়মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন- এমন যারা আছেন তারা একমাসের মধ্যে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য থেকে যে কোনো একজনকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। জ্যেষ্ঠতম শিক্ষক নির্ধারণে এমপিও নীতিমালা ২০২১ (১৩নং অনুচ্ছেদ) অনুসরণ করতে হবে।
মামলা, মহামারি করোনাভাইরাস বা অন্য কোনো কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হলে ছয়মাস পর পর ভারপাপ্ত প্রধান শিক্ষক পরিবর্তন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।