মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হজে যেতে লাগবে করোনার পাশাপাশি আরও দুই টিকা, সঙ্গে ৩ শর্ত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে যেতে করোনার ভ্যাকসিনের পাশাপাশি মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে। এর সঙ্গে সৌদি আরব আরও তিনটি শর্তও জুড়ে দিয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, যারা এর আগে হজ করেননি এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে হজে যেতে ইচ্ছুকদের বয়স হতে হবে সর্বনিম্ন ১২ বছর। তাছাড়া হজযাত্রীর দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকা যাবে না বলেও সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রণালয়।
জানিয়ে দিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার ২৭ জুন অনুষ্ঠিত হবে হজ। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজে যেতে গত ৮ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই নিবন্ধন শেষ হবে আগামী বৃহস্পতিবার।

উল্লেখ্য, সৌদি আরব ২০২০ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ঠিক করলেও করোনার কারণে সে বছর আর হজে যাওয়ার সুযোগ হয়নি কারো। পরের বছরও একই পরিস্থিতি থাকে। এরপর ২০২২ সালে করোনার টিকার বুস্টার ডোজ গ্রহণকারী অনূর্ধ্ব ৬৫ বছর বয়সী মোট ৫৭ হাজার ৫৮৫ জনকে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি আরব। এবার করোনার টিকার পাশাপাশি আরও দুটি টিকা দেওয়ার শর্ত জুড়ে দিল সৌদি আরব।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত