বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

গুগল থেকে ছাঁটাই সাত কর্মী এক হয়ে গড়ছেন নতুন কোম্পানি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ

এক লিংকডইন পোস্টে কির্ক বলেন, ছাঁটাইয়ের জন্য গুগল কর্তৃপক্ষ তাঁকে ৬০ দিনের যে সময়সীমা দিয়েছে, এর মেয়াদ মার্চে শেষ হবে। এর আগেই কির্ক কোম্পানিটি গড়ে তুলতে চান। গত সপ্তাহের ওই পোস্টে কির্ক লিখেছেন, ‘আমার হাতে ৫২ দিন সময় আছে। আপনাদের কাছ থেকে সহযোগিতা প্রয়োজন। আমি সব সময় খুব করে বিশ্বাস করি, কঠোর পরিশ্রম ও এর থেকে পাওয়া ফলাফল মানুষকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তবে এ ঘটনার মধ্য দিয়ে সে বিশ্বাসের ব্যাপারে সন্দেহ তৈরি হলেও আমার অভিজ্ঞতা বলছে, জীবনের এসব চ্যালেঞ্জ একক অনন্য সুযোগ তৈরি করে।’

কির্কের তথ্যমতে, ছয়জন সাবেক গুগল কর্মীও তাঁর উদ্যোগের সঙ্গে আছেন। তিনি বলেন, ‘এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এ দুঃসময়কে সুযোগে পরিণত করছি। আমি গুগলের ছয়জন অসাধারণ সাবেক কর্মীকে সঙ্গে নিয়ে আমাদের নিজস্ব ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।’

হেনরি কির্ক আরও বলেন, ‘আমরা নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে একটি ডিজাইন ও ডেভেলপমেন্ট স্টুডিওর কাজ শুরু করছি। সম্ভবত, সবচেয়ে বাজে সময়ের মধ্যে কাজটি করতে হচ্ছে। তবে তা এ কাজের উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জিং অংশ।’

নতুন কোম্পানিটির মাধ্যমে অন্য কোম্পানিগুলোর অ্যাপস ও ওয়েবসাইটের জন্য নকশা ও গবেষণায় প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে পারবেন বলে আশা করছেন তাঁরা। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ারিং প্রকল্প বাস্তবায়ন এবং নতুন উদ্যোক্তাদের জন্য অর্থ সংগ্রহে সহযোগিতার কাজ করবে প্রতিষ্ঠানটি।

কির্ক আরও বলেন, ‘আমরা ছাঁটাই হওয়া সাত অসাধারণ সাবেক গুগল কর্মী মিলে গবেষণা, ডিজাইন তৈরি এবং ছোট থেকে শুরু করে উচ্চাভিলাষী সফটওয়্যার প্রকল্প নিয়ে কাজ করতে চাই। আর দ্রুতই তা আমরা করব।’

সর্বশেষ - আইন-আদালত