বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে জয়যুক্ত হবে বলেই বিরোধীরা ষড়যন্ত্র করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এ বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের প্রথম দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতার রদবদল হয়। আওয়ামী লীগ এটা বিশ্বাস করে বলেই সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করে।’

‘আওয়ামী লীগ ষড়যন্ত্রের চিন্তা করে না, বিশ্বাসও করে না। আওয়ামী লীগ বন্দুকের নলে কিংবা বন্দুকের নলে ক্ষমতায় আসার কথা চিন্তাও করে না। আওয়ামী লীগ দেশের জনগণের শক্তিতে সব সময় কাজ করে। জনগণকে নিয়ে কাজ করে। আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে জয়যুক্ত হবে বলেই বিরোধীরা নানাভাবে ষড়যন্ত্র করছে।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বরিশালের মুলাদী থানার নতুন ভবনের উদ্বোধন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টার্গেট ঠিক থাকলে, সততা-দক্ষতা থাকলে কোনো কাজই অসাধ্য নেই। স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি প্রমাণ করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই।’

তিনি আরও বলেন, ‘তাদের (বিএনপি) আর কোনোদিন জনগণ ভোট দেবে না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।’

জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, এই এলাকায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজি নেই। তবে ট্যাবলেটের (ইয়াবা) কিছু সমস্যা আছে। এই সমস্যা সারাদেশে আছে। এই এলাকায়ও আছে। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। আগামীতে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে তিনি প্রথমেই বরিশাল-মুলাদী সড়কের মীরগঞ্জ সেতু নির্মাণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এছাড়া সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহেআলম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রত্না, সংরক্ষিত সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার মো. আমীন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এবং জেলা প্রশাসক মো. জাহঙ্গীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মুলাদী থানার নতুন ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৬ তলা ভীতের ওপর নির্মিত ৪ তলা ভবনে মোট ২৫ হাজার ১৬৪ স্কয়ার ফিট জায়গা (স্পেস) ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

সর্বশেষ - আইন-আদালত