বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বছরপূর্তিতে সম্ভাব্য রুশ হামলার জন্য প্রস্তুত ইউক্রেন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল (২৪ ফেব্রুয়ারি)। ধারণা করা হচ্ছে, এদিন হামলা জোরদার করতে পারে রাশিয়া। তাই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে ইউক্রেন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে স্কুলের ক্লাস অনলাইনভিত্তিক করা হয়েছে। তাছাড়া বাড়ি থেকে কাজের ব্যাপারেও উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এক বিবৃতিতে ইক্রেনের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অনলাইনে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। শত্রুদের সম্ভাব্য হামলার কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এই যুদ্ধ চলছেই। এদিকে দু’দেশের মধ্যকার এই সংঘাতের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

তিনি বলেন, এই যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উসকে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে। এছাড়া অন্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে এবং বৈশ্বিক সমস্যা আরও চাপ সৃষ্টি করছে।

সর্বশেষ - আইন-আদালত