র্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা বিশেষ কৌশলে গাঁজা আনার কথা জানতে পারেন। এরই ধারাবাহিকতায় বারৈয়ারহাটের পাকা রাস্তার মাথা এলাকায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
র্যাব আরও বলেছে, আসামিরা স্বীকার করেছেন তাঁরা দীর্ঘদিন ধরে ফেনী সীমান্ত এলাকা থেকে কম দামে গাঁজা কিনে চট্টগ্রামসহ সারা দেশে বেশি দামে বিক্রি করে আসছেন। গ্রেপ্তার এড়াতে তাঁরা মাদক পাচারে অ্যাম্বুলেন্সকে ব্যবহার করে।