মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

টিকিটে ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের পতাকা, ভুল বলতে নারাজ বিসিবি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ

সিরিজ শুরুর আগেই নানা বিষয় নিয়ে আলোচনা। সাকিব-তামিম ইস্যুকে একপাশে রাখলেও ইংল্যান্ড সিরিজে কথা বলার মতো ঘটনা কম ঘটেনি। টাইটেল স্পন্সর নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার পূর্ব নির্ধারিত দিন ছিল সোমবার।গণমাধ্যমকর্মীরা উপস্থিত হওয়ার পর হঠাৎ জানিয়ে দেওয়া হয়, সংবাদ সম্মেলন পিছিয়ে গেছে মঙ্গলবারে।

এবার সিরিজ শুরুর আগে টিকিট নিয়ে শুরু হয়েছে হইচই। ওয়ানডে সিরিজের টিকিটে ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের (ইউকে) জাতীয় পতাকা ব্যবহার করে ছবি দেওয়া হয়েছে।

বাংলাদেশ আর ইংল্যান্ড সিরিজ, তার মধ্যে যুক্তরাজ্যের পতাকা কেন? তা নিয়ে জনসাধারণের কৌতুহলি প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে- বিপক্ষে অনেক কথা চলছে।

কেন ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের পতাকা? তা জানতে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের সাথে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘আমরা টিকিটে যুক্তরাজ্যের ছবি দেখেছি। এ ব্যাপারে আমরা পুরোপুরি অবগত।’

পতাকার এই ছবি ব্যবহারকে ভুল বা বৈসাদৃশ্য মানতে নারাজ বিসিসি সিইও। তার কথা, ‘ইংল্যান্ড বরাবরই যুক্তরাজ্য বা ইউকে‘র অন্তর্গত। তাই জাতীয় পতাকা ব্যবহারকে ভুল বলা যাবে না। এটা বৈসাদৃশ্য ঠেকারও কিছু নেই।’

বিসিবি সিইও যোগ করেন, ‘আমরা (বিসিবি) যদি স্কটল্যান্ড কিংবা আয়ারল্যান্ডের ছবি ব্যবহার করতাম, তাহলে ভুল বলা যেত। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ভুল নয়। এটা ব্যবহারযোগ্য।’
এদিকে এ সিরিজ কভার করতে আসা ‘দ্য গার্ডিয়ান’-এর ইংলিশ সাংবাদিক সায়মনও একই কথা বলেন। সায়মনের ব্যাখ্যা, ‘আমি টিকিটে ইউকের পতাকা দেখেছি। তবে এটাকে ব্লান্ডার বলা যাবে না। যদি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করা হতো, তাহলে বলা যেতো মারাত্মক ভুল। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহারকে ঠিক অসামাঞ্জস্য বা ভুল বলা যায় না।’

তবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ইংল্যান্ড দলের পতাকা হিসেবে সবসময় লাল-সাদা পতাকাই ব্যবহার করা হয়। যেটি কিনা মূল ইংল্যান্ডের পতাকা, যুক্তরাজ্যের নয়।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত