বুধবার , ১ মার্চ ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

লক্ষ্মীপুরে হত্যার দায়ে মায়ের ১০ বছরের কারাদণ্ড, তবে থাকবেন বাড়িতে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ টাকা চাওয়ায় নিজের শিশুসন্তান কাউছারকে হত্যা করেন স্বপ্না বেগম। ২০১৯ সালের ১৪ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। তখন কাউছারের বয়স ছিল আট বছর। এ ঘটনায় মামলার বাদী ছিলেন নিহত শিশু কাউছারের বাবা মো. রাসেল হোসেন। রাসেল-স্বপ্না দম্পতির ঘরে আরও এক ছেলে রয়েছে। ৬ বছর বয়সী ওই ছেলের নাম সাব্বির।

জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, ছেলেকে হত্যার ঘটনায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত স্বপ্না বেগম দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের বিচারক দণ্ডপ্রাপ্ত নারীর বয়স, তাঁর শিশুসন্তান থাকায় এবং আচার-আচরণ ভালো হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাঁকে প্রবেশনে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে খারাপ কাজ করবেন না, ভালো কাজ করবেন এবং বাড়িতে থেকে সন্তানকে লালনপালন করবেন—স্বপ্না বেগমকে এমন শর্ত দেওয়া হয়েছে। বিষয়টি সমাজসেবা কার্যালয় তদারকি করবে।

সর্বশেষ - দেশজুড়ে