বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বাবা-মাকে খুঁজতে গিয়ে হারিয়ে যায় শিশু, ফিরিয়ে দিলো পুলিশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৯, ২০২৩ ৬:৫৬ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম পৌর শহরে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (৮ মার্চ) রাত ১১টায় শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। আরিফুল সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার কফিলের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া জামে মসজিদের সামনে একটি শিশু কান্না করছিল। বিষয়টি দেখে উপস্থিত লোকজনের ভিড় থেকে তাকে উদ্ধার করে পুলিশ। শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়ায় তার নাম-ঠিকানা বলতেও পারছিল না। শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে তার বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়। রাত ১১টায় শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জাগো নিউজকে বলেন, আরিফুলের
বাবা-মা তাদের বড় ছেলের সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে কুড়িগ্রাম ক্লিনিকে যান। বাবা-মাকে খুঁজতে খুঁজতে সারডোব থেকে নৌকায় পার হয়ে পৌর শহরে এসে হারিয়ে যায় আরিফুল। তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - দেশজুড়ে