বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ওষুধ চেয়ে না পেয়ে হাসপাতাল ভাংচুর, গ্রেফতার ১

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১৫, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরে ওষুধ চেয়ে না পেয়ে হাসপাতাল ভাংচুর ও কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে সুভাষ রেলী নামে এক চা শ্রমিককে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান পরিচালিত হাসপাতালে নতুন লাইলের ফান্ত রেলীর ছেলে সুভাষ রেলী (৩০) নিয়মবহির্ভূত ওষুধ নেওয়ার চেষ্টা করে। হাসপাতালের ফার্মাসিস্ট অপারগতা প্রকাশ করলে সুভাষ ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে ওষুধপত্র তছনছ করেন। একপর্যায়ে হাসপাতালের দরজা-জানালার গ্লাস ভাংচুর করে হাসপাতাল বন্ধ করে দেওয়ার জন্য ত্রাস সৃষ্টি করে। এ সময় হাসপাতালে কর্মরতদের মধ্যে আতঙ্ক সৃষ্ট হয়।

খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার রাতে সুভাষ রেলীকে গ্রেফতার করে।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রাতেই নোয়াপাড়া চা বাগান হাসপাতালের ফার্মাসিস্ট সৈয়দ জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। বুধবার দুপুরে সুভাষ রেলীকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - দেশজুড়ে