বুধবার , ২২ মার্চ ২০২৩ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

গুপ্তধন ভেবে মর্টারশেল কাটতে গিয়ে যা হলো…

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২২, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

গুপ্তধন ভেবে লোহা কাটার গ্রান্ডার মেশিন দিয়ে মর্টার শেল কাটতে গিয়ে বিস্ফোরণে ডান পায়ের গোড়ালি হারাল বাবু মিয়া (৪০) নামে এক লেদমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে।

আহত বাবু মিয়া ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলার দেওয়ানের খামার গ্রামে বাবু মিয়ার মামা আব্দুল গফুর বীর মুক্তিযোদ্ধা আজিজ কমান্ডারের বাড়ির পাশে পুকুরে মাটি কাটার সময় একটি লোহার ভারি বস্তু পায়। সেটি গুপ্তধন ভেবে ভাগ্নে লেদমিস্ত্রি বাবু মিয়ার কাছে গোপনে নিয়ে আসে। পরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাবু মিয়া রান্নাঘরের দরজা বন্ধ করে রাইস কুকারের লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে লোহাসদৃশ বস্তুটি গ্রান্ডার মেশিন দিয়ে কাটতে যায়।

গুপ্তধন ভাবা মর্টারশেলটি কাটতে গিয়ে বিকট শব্দে বিস্ফারণ ঘটে। পরে মর্টারশেলটি টিনের বেড়া ছিঁড়ে লোহার গেট ফুটো করে পাশের একটি ফিলিং স্টেশনের বাউন্ডারি ওয়ালে গিয়ে আছড়ে পড়ে।

এ সময় বাবু মিয়ার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। ঝলসে যায় তার বাম পা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যায় মামা আব্দুল গফুর।

ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় মর্টারশেলটি অবিস্ফোরিত অবস্থায় পুকুরে পড়ে ছিল।

ঢাকায় প্রশিক্ষণরত ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েম জানান, রাতে আহত রোগীকে হাসপাতালে নেওয়া হয়। ইমারজেন্সিতে দ্রুত পায়ে ব্যান্ডেজ বেঁধে রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান জানান, খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিত্যক্ত মর্টারশেল ছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর-৪ আওয়ামী জোটে শঙ্কা, আসন পুনরুদ্ধারে একাট্টা বিএনপি

নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি চূড়ান্ত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পাকিস্তানে আটা নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৫

২০৪০ সাল নাগাদ দেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের : প্রধানমন্ত্রী

‘একতরফা নির্বাচন হলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে’

চট্টগ্রামে টিসিবি পণ্য পাবে ৫ লাখ ৩৫ হাজার পরিবার

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্তের দিকে এগিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

৮ ব্যাংকের প্রভিশন ঘাটতি ১৯ হাজার ৪৬ কোটি টাকা

‘চোখ-কান খোলা রাখলেই গরিবের কান্না দেখতে পাওয়া যায়’

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি ৩ লাখ টাকা বেড়েছে