শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

খরচ বেড়ে দ্বিগুণ পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণসামগ্রীর কর মওকুফের আবেদন বিসিবির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৮, ২০২৩ ৫:৩১ পূর্বাহ্ণ

পূর্বাচল স্টেডিয়ামের যে সব নির্মাণ সামগ্রী বিদেশ থেকে আমদানি করা হবে, তার ওপর কর মওকুফের আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এ খবর।

আজ শুক্রবার বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি বলেন, ‘সাধারণত আজ পর্যন্ত কোনো ফেডারেশন বা বোর্ড নিজের টাকায় স্টেডিয়াম করেনি। আমরা যেহেতু সরকারের অর্থায়ন ছাড়া প্রথম নিজের টাকায় স্টেডিয়াম নির্মাণ করছি, সেহেতু আমাদেরকে আমদানির ওপর ছাড়পত্র দেওয়া যেতেই পারে। আমরা একটা অনুরোধ করেছি। পাব কি না জানি না।’

নাজমুল হাসান পাপন দৃঢ়তার সাথে বলেন, ‘না পেলেও স্টেডিয়াম নির্মাণ করবো। কিন্তু আমার ধারণা আমরা পাব, পাওয়া উচিত।’

আপনারাই (বিসিবি) যখন নিজেদের অর্থায়নে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ করছেন, সেখানে হঠাৎ শুল্ক অব্যাহতি চাওয়া কেন? বিসিবি প্রধান জানান, খরচ দ্বিগুণ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই তারা কর মওকুফের আবেদন করেছেন।

পাপন বলেন, ‘হঠাৎ ডলার এবং জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমরা আগে যেটা চিন্তা করছিলাম খরচ ২০০ থেকে ৩০০ কোটি। সেটা হয়ে যাচ্ছে এখন ৫০০ কোটি টাকা। এর মধ্যে যেহেতু বেশিরভাগ জিনিস আমদানি করতে হবে, সেজন্য আমরা শুল্ক অব্যাহতি চেয়েছি।’

সর্বশেষ - দেশজুড়ে