মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে: ডা. শাহাদাত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১১, ২০২৩ ৫:৩৪ পূর্বাহ্ণ

সবকিছু সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। সোমবার (১০ এপ্রিল) বিকালে নগরীর সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পাঠানটুলিতে ৫ শতাধিক মানুষের মাঝে একটি করে মুরগি ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এখন ওএমএস এর লাইন দীর্ঘ হয়। টিসিবির ট্রাকের পেছনে লম্বা লাইনে দাঁড়ান মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। সাধারণ মানুষের দুর্ভোগের সীমা নেই।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়।

jagonews24

ডা. শাহাদাত দাবি করে বলেন, বিএনপি গত ১৪ বছর ধরে ক্ষমতায় না থাকলেও, জনগণের পাশে আছে।

মরহুম আশরাফ খান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপি নেতা রিয়াদ খানের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক এস এম সাইফুল আলম, সদস্য কামরুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী মো. মহসিন, আব্দুল হালিম, সৈয়দ আলি, আবু তাহের, হাজী মাসুদ, যুবদল নেতা জাকির আহাম্মদ, দেলোয়ার, রুবেল, আরজু, জাহাঙ্গীর, গাফফার, মোশেদ, খোকন, সানি, লিটন, আলো, শুভ সোরভ, নয়ন, নুর, মো. টিপু, শাহজাহান প্রমুখ।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত