মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পাঁচ প্রতিষ্ঠানের মুনাফায় অবনতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৩ ৭:৫০ পূর্বাহ্ণ

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস কেবলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং এস্কয়ার নিটের মুনাফায় অবনতি হয়েছে। তবে, অপরিবর্তিত রয়েছে প্রাইম ব্যাংকের মুনাফা।

কোম্পানি ৬টির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৮ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মতিন স্পিনিং
ডিএসই জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় দুই টাকা ৪৩ পয়সা।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমায় চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটি মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে তিন টাকা ৯৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় সাত টাকা ৯৮ পয়সা।

নাহি অ্যালুমিনিয়াম
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় এক টাকা ২৯ পয়সা।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমায় চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটি মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৪৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় দুই টাকা ৪১ পয়সা।

বিবিএস কেবলস
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৬১ পয়সা।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমায় চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটি মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় তিন টাকা এক পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় এক টাকা ১১ পয়সা।

এস্কয়ার নিট
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৭৫ পয়সা।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমার পাশাপাশি চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটি মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় দুই টাকা ১৫ পয়সা।

প্রাইম ব্যাংক
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৯২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৯২ পয়সা।

সর্বশেষ - দেশজুড়ে