গোটা ভারতের সঙ্গে শনিবার (২২ এপ্রিল) পশ্চিমবঙ্গেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এদিন সকালে রাজ্যের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজে সামিল হন মুসলিমরা। সকাল সাড়ে ৮টায় ঈদের সবচেয়ে বড় জামাতটি হয় কলকাতার রেড রোডে। নামাজ পড়ান ইমাম কোয়ারি ফজলুর রহমান। লাখো মুসল্লি এই নামাজে অংশ নিয়েছিলেন।
এছাড়াও নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুরসহ রাজ্যের অসংখ্য মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষেই একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন ধর্মপ্রাণ মানুষেরা। সকাল থেকে নতুন জামা-কাপড় পরে রাস্তায় নামে শিশু-কিশোররা।
এদিন রেড রোডের ঈদের জামাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল প্রমুখ।
এসময় রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সবাইকে ঈদ মোবারক। আমরা সারা বিশ্বে শান্তি চাই। আমরা দাঙ্গা চাই না, দেশকে বিভক্ত করতে চাই না। যারা দেশকে টুকরো করতে চায়, আমাদের প্রাণ থাকতে তাদের সফল হতে দেবো না। আপনারা সবাই শান্তিতে থাকবেন। কারও প্ররোচনায় পা দেবেন না।
এদিকে, ঈদ উপলক্ষে রাজের প্রায় সব মসজিদ থেকে ঈদগাহে রঙিন আলোকসজ্জা করা হয়েছে। মুসলিম মহল্লাগুলোতে চলছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুধু পশ্চিমবঙ্গেই নয়, আনন্দ-উল্লাসে ঈদ উদযাপিত হচ্ছে ভারতের রাজধানী দিল্লি, জম্মু-কাশ্মীর, ভোপাল, মুম্বাই, পাটনাসহ প্রতিটি প্রান্তে। দিল্লির জামা মসজিদ, ফতেপুরি মসজিদে এদিন হাজার হাজার মানুষ ঈদের নামাজে অংশ নেন। ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় রাজধানীকে। নাশকতা এড়াতে প্রতিটি গুরুত্বপূর্ণ শহরেই চলছে পুলিশের কড়া নজরদারি।
ঈদ উপলক্ষে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।