সোমবার , ১ মে ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শাহবাগে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১, ২০২৩ ৪:৪০ পূর্বাহ্ণ

রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালক মো. শাকিলের (১৮) মৃত্যু হয়েছে।

সোমবার (১ মে) ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শাহিন জানান, আমার ভাইয়ের সঙ্গে দুলাভাইয়ের টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাভাই শাকিলকে রড দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাসা কামরাঙ্গীরচরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

সর্বশেষ - সারাদেশ