মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শেরপুরে বন্যহাতির আক্রমণে আরও এক কৃষকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২, ২০২৩ ৬:৩৪ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে আব্দুল হামিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ মে) সন্ধ্যায় উপজেলার রাণীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী হাতিবর টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ওই এলাকার ছামেদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামের পাকা বোরো ধান ক্ষেতে হানা দেয় বন্যহাতির একটি দল। ওইসময় ফসল রক্ষা করতে হাতিবর ও হালুয়াহাটি গ্রামের লোকজন লাঠি-মশাল নিয়ে হাতির দলকে ধাওয়া করেন। হাতি তাড়ানোর সময় কৃষক আব্দুল হামিদ সামনে এগিয়ে গেলে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নোমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার থেকে আবেদন করা হলে বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী সহায়তা করা হবে।

এর আগে শনিবার (২৯ এপ্রিল) নালিতাবাড়ী সীমান্তে ফসল বাঁচাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বিজয় সাংমা নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষক মারা যান।

 

সর্বশেষ - দেশজুড়ে