মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইভিএম পদ্ধতিতে অনিয়ম করার কোনো সুযোগ নেই: নির্বাচন কমিশনার আহসান হাবিব

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৯, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক। ইভিএম দিয়ে কেউ কিছু করতে পারে, এই ভ্রান্ত ধারণা কেন বুঝতে পারছি না। এ পর্যন্ত ৭০০ নির্বাচনের মধ্যে ৬০০ নির্বাচন ইভিএমে হয়েছে। ইভিএম পদ্ধতিতে পক্ষপাতিত্ব বা অনিয়ম করার কোনো সুযোগ নেই। ব্যালটে অনিয়ম করার সুযোগ থাকলেও ইভিএমে সেটা সম্ভব নয়।’

মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা হয়। ওই সভা শেষে বেলা দুইটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এসব কথা বলেন। তিনি ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এ সময় আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে এক প্রার্থীর শোডাউন ছাড়া বরিশালে আর কোনো অনিয়মের অভিযোগ নেই।’

এ সময় ভোটকেন্দ্রে সংবাদকর্মীদের অবাধ বিচরণ নিশ্চিত করার কথা উল্লেখ করে আহসান হাবিব খানবলেন, ‘আমি সব সময় বলছি, মিডিয়া হলো চোখ ও কান। মিডিয়ার অবাধ বিচরণ নিশ্চিত করব। ভোটকক্ষের মধ্যে লাইভ করা সমীচীন নয়। ১০ মিনিটের বেশি থাকার বিষয়ে বলছি, সবাই যদি একসঙ্গে কক্ষে ঢোকেন, তাহলে কিকাজ করতে পারবেন?’

অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান আরও বলেন, ‌‘একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার,সেই কাজগুলোই আমরা পরিকল্পিতভাবে এবং ঐকমেত্যর ভিত্তিতে করব। তবে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনোধরনের চ্যালেঞ্জ নেই। যখন যে চ্যালেঞ্জ আসবে,তখন আমরা সেই চ্যালেঞ্জ ফেস (মোকাবিলা) করব।’

এসময় আহসান হাবিব খানসাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, ‘আমরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সবদলের অংশগ্রহণে একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এবারের নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবেনবলেও আশা করছি।’

এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের এক প্রস্তুতি সভায় নির্বাচন কমিশনার অংশ নেন। বেলা ১১টায় এই সভা শুরু হয়। এতে জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খোন্দকার আনোয়ার হোসেন।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বরিশার রেঞ্জ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) বরিশাল অঞ্চলের প্রধান কর্নেল মো.এস এম আরিফুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আশরাফুল কবির, র‍্যাব-৮-এরঅধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।

এই সভায় নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, নির্বাচন-সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনোধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই। সঠিক, স্বচ্ছ ও বিধি অনুযায়ী কাজ করতে হবে। বিনয়ের সঙ্গে ব্যবহার করতে হবে কিন্তু আইনের প্রয়োগ হবে কঠোর, কোনো কম্প্রোমাইজ হবে না।

এ সময় নির্বাচন কমিশনার আগামী ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদকর্মী, সুধী সমাজ, ভোটার,প্রার্থীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - দেশজুড়ে