রবিবার , ২৮ মে ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মার্কিন ভিসানীতিতে বিএনপির তত্ত্বাবধায়কের দাবি ভেস্তে গেলো: সেলিম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২৮, ২০২৩ ৬:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিতে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দীর্ঘদিনের দাবি ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, ‘বিএনপির কয়েক বছরের রাজনীতির মূল লক্ষ্য- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তারা বলে আসছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া শেখ হাসিনার অধীনে তারা নির্বাচনে যাবেন না। মার্কিন এ নীতির কারণে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি ভেস্তে গেলো।’

শনিবার (২৭ মে) চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নম্বর উত্তর গোহট ইউনিয়ন ও ১২ নম্বর আশরাফপুর ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. সেলিম মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের এ নতুন নীতির কারণে আওয়ামী লীগের কোনো অসুবিধা হবে না। মার্কিন নতুন ভিসানীতির প্রেক্ষিতে চারটি কারণে বিএনপির রাজনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। প্রথমত তত্ত্বাবধায় সরকারের দাবি ভেস্তে গেছে। দ্বিতীয়ত বিএনপি বলে আসছিল, নির্বাচনের আগে এমন একটি স্যাংশনস আসবে, যাতে আওয়ামী লীগ সরকার লন্ডভন্ড হয়ে যাবে। এতে বিএনপি তাদের সুবিধাজনক তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় আসবে। কোনো স্যাংশনস আসলো না। যা আসলো সেটি বিএনপির নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র নস্যাৎ করে দিলো।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি সাম্প্রতিক বছরগুলোতে বলে আসছিল, বিএনপি নির্বাচনে না আসলে সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে অংশগ্রহণমূলক না হওয়ার কারণে গ্রহণযোগ্য হবে না। মার্কিন এ নতুন নীতির কারণে পশ্চিমা বিশ্বের কাছে বিএনপির এ দাবি ভেস্তে গেলো। এছাড়া শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, প্রয়োজনে যেকোনো মূল্যে নির্বাচন প্রতিরোধ করবেন তারা- এটিই বিএনপির মূলনীতি। দেশের নির্বাচন নিয়ে মার্কিন নতুন নীতি অনুযায়ী- নির্বাচন প্রতিরোধ করা সবচেয়ে বড় অপরাধ। তাই শেখ হাসিনার অধীনে নির্বাচন প্রতিহত করার বিএনপির সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কচুয়া আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, ১০নং উত্তর গোহট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, ১২নং আশরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান আখতার হোসেন, ৪নং পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, ৯নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাদ মিয়া, সাধারণ সম্পাদক উমর ফারুক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, ১০নং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিজন সরকার, সহ-সভাপতি শরিফ উল্লাহ, শ্রমিক লীগের আহ্বায়ক খোকন মিয়া প্রমুখ।

সর্বশেষ - দেশজুড়ে