বুধবার , ৩১ মে ২০২৩ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বালুর মধ্যে ব্যবসায়ীর লাশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৩১, ২০২৩ ৬:৩৫ পূর্বাহ্ণ

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে একটি বালুর গাদা থেকে লাল্টু মিয়া (২৮) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন। নিহত লাল্টু মিয়া উপজেলার পুড়াপাড়া গ্রামের খেদের আলীর ছেলে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লাল্টুর ভাগ্নে ইয়াকুব আলী অভিযোগ করে জানান, তার মামার সঙ্গে তিন শতক জমি নিয়ে প্রতিবেশী আলমাস আলী, জাব্বারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাদশা, পলাশ, মমতাজ, জনি, জসিম ও সেন্টুর সঙ্গে বিরোধ চলছে। জমি নিয়ে দীর্ঘদিন ধরে এদের সাথে মামলা-মোকদ্দমা চলছে। তারাই মামাকে হত্যা করে ফেলে রেখেছে বলে দাবি করেন তিনি।

এর আগেও জনি ও সেন্টু মামাকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়েছে। সে মামলায় তারা জেলও খেটেছে। বিভিন্ন সময় তারা হত্যার হুমকি দিয়ে আসছিল।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বালুর ব্যবসা বা জমিসংক্রান্ত কোনো বিরোধ আছে কিনা সেটি খোঁজ নিয়ে বলা যাবে।

 

সর্বশেষ - দেশজুড়ে