প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় তরুণী নাইসা মল্লিক। অবশেষে প্রেমিক জুয়েল সরকারকে বিয়েও করেছেন তিনি। ঘটনাটি উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামের।
নাইসা ভারতের পশ্চিম বাংলার হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিকপাড়া গ্রামের খয়রুল আলম মল্লিকের মেয়ে।
দাদপুর গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েল সরকারের সঙ্গে ফেসবুকে প্রথম পরিচয় নাইসার। এরপর দেড় বছর ধরে তাদের যোগাযোগ। আর এতে দুজনের মধ্যে সৃষ্টি হয় গভীর প্রেম। শেষ পর্যন্ত ভালোবাসার টানে নিজ দেশ, বাবা-মা ও স্বজনদের ছেড়ে নাইসা পারি জমিয়েছেন বাংলাদেশে।
৩১ মে বৈধভাবে পাসপোর্ট ভিসায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে নাইসা উল্লাপাড়ায় এসেছেন। ১ জুন সিরাজগঞ্জ আদালতে নাইসা ও জুয়েলের বিয়ে সম্পন্ন হয়। এরপর আনুষঙ্গিক আনুষ্ঠানিকতাও সম্পন্ন করে জুয়েলের পরিবার। জুয়েল ঢাকায় একটি পোশাক কারখানার কর্মী।
সোমবার ভারতীয় নাগরিক রাইসার সঙ্গে দাদপুর গ্রামে কথা হয়। তিনি জানান, ২০২২ সালের গোড়ার দিকে ফেসবুকে প্রথম পরিচয় হয় বর্তমান স্বামী জুয়েল সরকারের সঙ্গে। তারপর প্রায় দেড় বছর ধরে তাদের যোগাযোগ চলে। অবশেষে তিনি জুয়েলকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন। সীমান্তের এপার থেকে সম্মতি দেন জুয়েলও। কিন্তু বাদ সাধে রাইসার পরিবার। রাইসার বাবা-মা কোনোভাবেই সম্মতি দেননি এ বিয়েতে।
নিরুপায় রাইসা তার বাবা-মাকে ছেড়ে নিজের সিদ্ধান্তে জুয়েলকে বিয়ে করার জন্য বাংলাদেশের উল্লাপাড়ার দাদপুর গ্রামে জুয়েলের বাড়িতে চলে আসেন। এলাকায় বিষয়টি জানাজানি হলে কৌতূহলী লোকজন প্রতিদিনই জুয়েলের বাড়িতে রাইসাকে দেখার জন্য ভিড় জমান। এ অবস্থায় জুয়েলের বাবা ইরান সরকার দ্রুত তার ছেলের সঙ্গে রাইসার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। জুয়েলকে বিয়ে করে রাইসা খুবই খুশি বলে উল্লেখ করেন।