বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৬ দফার প্রেরণায় আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে: তোফায়েল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ৮, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৬ দফার অনুপ্রেরণা থেকে আমরা দেশ স্বাধীন করেছি। তেমনি এ প্রেরণার মধ্য দিয়ে আগামী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে। আজকে প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ থেকেই ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। সবাই এক হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত ৬ দফা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন তোফায়েল আহমেদ।

এ সময় তিনি ৬ দফার গুরুত্ব তুলে ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করার ইতিহাস তুলে ধরেন। ৬ দফাকে তিনি জাগরণ বলে উল্লেখ করেন। এ জাগরণ এখনো প্রয়োজন বলে জানান এই প্রবীণ রাজনীতিবিদ।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নোকিব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।

বিকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধন করেন তোফায়েল আহমেদ। ওই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

সর্বশেষ - আইন-আদালত