বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজকের আবহাওয়া বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট।
শুক্রবার সকালে ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কমে স্বস্তি ফিরেছে নগরজীবনে। একই সঙ্গে গত তিনদিন ধরে সারাদেশে কমবেশি বৃষ্টি হয়েছে। এর ফলে সারাদেশেই তাপমাত্রা কমে গরম অনেকটা কমেছে।
আজকের (১১ জুন ২০২৩) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (রাজশাহী) | ৩৬ ডিগ্রি সেলসিয়াস |
গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (সাতক্ষীরা) | ২২.৫ ডিগ্রি সেলসিয়াস |
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (গোপালগঞ্জ) | ২২.৭ ডিগ্রি সেলসিয়াস |
আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা | ২৬.৬ ডিগ্রি সেলসিয়া্স |
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। | |
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। |