ভারতের নয়াদিল্লিতে একটি কোচিং সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আতঙ্কিত শিক্ষার্থীরা এ সময় জানালা দিয়ে বের হয়ে তার বেয়ে নিচে নামেন। পরে দমকলকর্মীরা এলে তাদের লাগানো মই বেয়েও নিচে নামেন অনেকে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিল্লির মুখার্জি নগরে একটি বহুতল ভবনের ওই কোচিং সেন্টারে আগুন লাগে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভবনে আগুন লাগার পর তাড়াহুড়ো করে জানালা দিয়ে তার বেয়ে নামতে শুরু করেন আটকেপড়া কিছু শিক্ষার্থী। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বেয়ে নিচে নামতে গিয়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে কারও প্রাণহাণি ঘটেনি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের মিটার থেকে আগুন লেগেছে। সেই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এতে কোচিং সেন্টারের পেছন দিকে গিয়ে জানালা দিয়ে বের হয়ে তার বেয়ে নিচে নামতে শুরু করেন শিক্ষার্থীরা।