শুক্রবার , ১৬ জুন ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বুটেক্স ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ, ফল আগামী সপ্তাহে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ১৬, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জুন) অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১১টায়। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে অংশ নেন সাতজন ভর্তিচ্ছু। এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ। আগামী সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে।

বুটেক্সের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২০২২- ২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছুরা লিখিত ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলাল।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক আলিমুজ্জামান বলেন, এবারের ব্যাচ হবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ব্যাচ। এসময় তিনি ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সার্বিক সেবায় কাজ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বুটেক্স সাংবাদিক সমিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও জেলা ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত