খানা-খন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুরের ইন্দুরকানির সাইক্লোন কানেক্টিং সড়ক। ফলে ভোগান্তিতে পড়েছেন রামচন্দ্রপুর, পত্তাশী, সেউতিবাড়িয়া ও পাশের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের কয়েক হাজার মানুষ।
স্থানীয়রা জানান, গত এক বছর ধরে উপজেলার উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টারের কাজ চলছে। এ কাজ চলার কারণে পুরো রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে এটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সাইফুল ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, আমাদের চলাচলের একমাত্র রাস্তা এটি। সাইক্লোন শেল্টার ভবনের কাজ করে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে বৃষ্টি এলেই ঘরবন্দি থাকতে হয়।
মারিফুল ইসলাম নামের আরেক বাসিন্দা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে আমাদের ছেলে-মেয়েরা ঠিক মতো স্কুলে যেতে পারে না। মুরব্বিরা বাড়ি থেকে বের হতে পারে না। খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে।
এলাকার পল্লি চিকিৎসক কামরুল ইসলাম বলেন, কোনো রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। রাস্তাটি ঠিক না হওয়া পর্যন্ত ভোগান্তির শেষ হবে না।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, সাইক্লোন শেল্টারের ভারী নির্মাণ সামগ্রী ট্রাক-লরি দিয়ে পরিবহন করায় এ সড়কে গর্ত হয়েছে। সড়কটি জনসাধারণের চলার অযোগ্য হয়ে পড়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন জানান, মালামাল পরিবহন করতে গিয়ে সড়কের ক্ষতি হলে নির্মাণাধীন প্রতিষ্ঠান সড়ক সংস্কার করে দেওয়ার কথা ছিল। এলাকাবাসী ঠিকাদারকে চাপ প্রয়োগ করলে সড়ক ঠিক করে দিতে বাধ্য। তবে ওই সড়ক কার্পেটিংয়ের জন্য তিন কিলোমিটার প্রাক্কলন দেওয়া হয়েছে। বরাদ্দ সাপেক্ষে সড়কের নির্মাণকাজ শুরু হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর কে এন্টারপ্রাইজের ম্যানেজার মো. জাফর হোসেন জানান, সাইক্লোন শেল্টারের সঙ্গে রাস্তা টেন্ডার হয়। বাজেট না থাকায় রাস্তা সংস্কার করা সম্ভব হয়নি।