সোমবার , ১৯ জুন ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ১৯, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতক ও মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাত সদস্যের এ কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৯ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, সেন্ট্রাল হাসপাতালে একটি ঘটনা হয়েছে। এজন্য আমরা খুবই দুঃখিত। রোগী মারা গেছেন, শিশু মারা গেছে। তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। সেখানে যদি কোনো চিকিৎসক অনিয়ম করে থাকেন, তাহলে আমাদের দেশে যে আইনি ব্যবস্থা আছে, তা প্রয়োগ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দেবো না। যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ব্যবস্থা রয়েছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব দুটাই আমরা খতিয়ে দেখবো। এরই মধ্যে একটি সাত সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা আবারও সেন্ট্রাল হাসপাতালে যাবে, ঘটনার পূর্ণ রিপোর্ট দেবে। চিকিৎসকের কী ভুল ছিল, অন্যান্য যারা কাজ করেছে তাদের কী ভুল ছিল, প্রতিষ্ঠানের কী ভুল ছিল, এ বিষয়ে রিপোর্ট করবে। খুব দ্রুত আমরা রিপোর্ট দিতে বলেছি, রিপোর্ট পাওয়ার পর যা ব্যবস্থা নেওয়ার দরকার নেবো।

সর্বশেষ - আইন-আদালত