বুধবার , ২১ জুন ২০২৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দেশের ৯৬ শতাংশ মানুষ করোনা থেকে সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ২১, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ

দেশের ৯৬ শতাংশ মানুষ করোনা থেকে এখন সুরক্ষিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে খুব ভালো করেছে। বিশ্বে প্রথম এবং এশিয়ায় প্রথম হয়েছে। যখন অন্যান্য দেশ কোভিড টিকাই পায়নি, তখন আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি।

বুধবার (২১ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন দর্শক ফোরাম অব বাংলাদেশ আয়োজিত স্টার অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোভিড মহামারি মোকাবিলায় বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় রেমডেসিভির খুবই আলোচিত ছিল। রেমডেসিভির বের হওয়ার ১০ দিনেই আমরা নিয়ে এসেছি। প্রতিটি রেমডেসিভির কোর্সের মূল্য ৫০ হাজার টাকা, আমরা তা বিনামূল্যে দিয়েছি। আমরা একদিনে ১ কোটি ২০ লাখ পর্যন্ত টিকাও দিয়েছি।

মন্ত্রী বলেন, করোনার সময়ে প্রাইভেট হাসপাতালগুলো তালাবদ্ধ করে পালিয়েছিল, তাদের আবারও আনতে হয়েছে আমাদের। কোভিড মোকাবিলা করতে কষ্ট হয়েছে, তবে সমালোচনাও হয়েছে। আমরা নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। আমাদের চিকিৎসক-নার্স, গণমাধ্যমের ব্যক্তিরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সবমিলিয়েই আমরা সফলভাবে কোভিড মোকাবিলা করেছি।

জাহিদ মালেক বলেন, মন্দা এখনো আছে। জিনিসপত্রের দাম বেড়েছে। গ্যাস, পেট্রলের দাম বেড়েছে। এটা শুধু বাংলাদেশই নয়, বিশ্বজুড়েই দাম বেড়েছে। এটা হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে।

jahid-2.jpg

তিনি বলেন, আমরা হাসপাতালগুলোতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করেছি। এরই মধ্যে ২০০টি হাসপাতালে চালু হয়েছে। আগামীতে বাকিসব হাসপাতালেও চালু করবো। এতে রোগীরাও খুশি, চিকিৎসকরাও খুশি।

মন্ত্রী বলেন, আমরা দেশেই ভ্যাকসিন তৈরি করবো। বিদেশ থেকে ভ্যাকসিন আনতে হবে না। পৃথিবীর ৪/৫টি দেশ টিকা তৈরি করে। আমরা বিদেশেও রপ্তানি করবো। এরই মধ্যে এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পাশে জায়গা দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭-৮ একর জমিতে এ প্ল্যান্ট হবে। এখানে যে ভ্যাকসিন উৎপাদন হবে, তা অন্তর্জাতিকমানের হবে। আশা করি আমরা বিদেশে এ ভ্যাকসিন রপ্তানি করতে পারবো।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের কলমকে অস্ত্র না বানিয়ে জনকল্যাণে ব্যবহার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, মিডিয়া খুবই শক্তিশালী মাধ্যম। তবে তাদের সব বিষয়ই তুলে ধরতে হবে। শুধু সংবাদ আর বিজ্ঞাপন নয়, নাটক-সিনেমাও প্রচার করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঝেমধ্যে দেখা যায় টেলিভিশনে শুধু বিজ্ঞাপনই চলতে থাকে। আবার কিছু চ্যানেলে সারাক্ষণ শুধু সংবাদ প্রচার করা হয়। সেগুলোতে বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও তুলে ধরতে হবে। এতে করে মানুষের মন ভালো হবে। মানসিক বিষণ্নতা কমবে।

তিনি বলেন, কলমকে যদি অস্ত্র বানিয়ে ফেলি, সেটা সমস্যা। এটিকে জনকল্যাণে ব্যবহার করতে হবে। আমরা সবাই জানি তাদের মালিকানা কাদের। সেগুলো কিন্তু প্রধানমন্ত্রীই অনুমোদন দিয়েছেন। সুতরাং এমন কিছু প্রচার হওয়া উচিত নয় যা দেশের ইমেজ নষ্ট করে। আমরা বিভিন্ন দেশে যাই, তারা নিজেদের ইমেজ ধরে রেখেই সংবাদ-অনুষ্ঠান প্রচার করে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ওবায়দুল কাদেরের ভিসা রেডি, দেশ ছাড়ছেন অনেকে: রিজভী

২৬/১১ মুম্বাই হামলা স্মরণে নেদারল্যান্ডসে মানবাধিকার সংস্থার বিক্ষোভ

নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজির ধাক্কায় আইনজীবী নিহত

ভারতের নতুন রাষ্ট্রপতিকে রওশনের অভিনন্দন

ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে আতঙ্কে নিদ্রাহীন স্বজনরা

নির্মাণসামগ্রীর আকাশছোঁয়া দাম মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার ‘স্বপ্নভঙ্গ’, হিমশিম ব্যবসায়ীরাও

যুক্তরাষ্ট্রে মা-বোনসহ পরিবারের ৩ সদস্যকে হত্যা, যুবক আটক

শৈশব থেকেই বাঙালির হাল ধরার ব্রত নিয়েছিলেন বঙ্গবন্ধু: আইনমন্ত্রী

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

গফরগাঁওয়ে প্রবাসফেরত ভাইকে কুপিয়ে হত্যা