জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৩ জুন) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
জানা গেছে, বেশ কয়েকদিন টানা শুটিং ও সিনেমার প্রচারণায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তমা মির্জা।
এদিকে এবার ঈদে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা প্রেক্ষগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমার গান ও ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে।
‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।