শনিবার , ২৪ জুন ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ২৪, ২০২৩ ৬:১৩ পূর্বাহ্ণ

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. রাসেল (৩৪) নামের এক হাজতি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল নয়টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাসেল। এরপর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আল-আমিন জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে রাসেল অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারে রাসেল হাজতি হিসেবে ছিলেন। হাজতি নম্বর ১১০৮৫/ ২২। তার বাবার নাম আব্দুল আজিজ। তবে রাসেল কোন মামলায় আসামি ছিলেন এ বিষয়ে কিছু বলতে পারেননি কারারক্ষী আল-আমিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত