রবিবার , ২৫ জুন ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নির্বাচনের আগেই তিনি চেয়ারম্যান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ২৫, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন।

রোববার ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বড়াইল ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বড়াইল ইউপি নির্বাচনে ৩১ মে ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ জুন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আবু রাশেদ আলমগীর এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসরাফ আলী ফকির, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, কুতুবুজ্জামান, বায়েজিদ বোস্তামী নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। ১৯ জুন মনোনয়নপত্র বাছাই হয়। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে আবু রাশেদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তফসিল ঘোষিত তারিখ অনুযায়ী ১৭ জুলাই সাধারণ ও সংরক্ষিত সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত