সোমবার , ২৬ জুন ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বৃষ্টি বেড়ে কমতে পারে তাপমাত্রা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ২৬, ২০২৩ ৬:২৩ পূর্বাহ্ণ

বৃষ্টি কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বৃষ্টির প্রবণতা বেশ অনেকটাই কমে গেছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টি হচ্ছে।

রোববার (২৫ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে খুবই কম বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগ ছিল বৃষ্টিহীন। বৃষ্টির প্রবণতা বেশি ছিল বরিশাল বিভাগে। কিছুটা বৃষ্টি হয়েছে খুলনা ও চট্টগ্রামেও।

এ সময়ে সবচেয়ে বেশি ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা। কয়েকবার বৃষ্টির হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভারী বৃষ্টির দেখা মেলেনি। তবে রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

সোমবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আবহাওয়ার খবর: ১৯ জানুয়ারি ২০২৩

ধেয়ে আসা ঘূর্ণিঝড়, মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

টেকনাফে প্রত্যাবাসন কেন্দ্র পরিদর্শন চীনা রাষ্ট্রদূতের, রোহিঙ্গাদের মধ্যে আলোচনা

দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন

ডেঙ্গু জ্বরে প্রাণ গেল আরও ১১ জনের

চারুকলা অনুষদের সংবর্ধনা ইমেরিটাস অধ্যাপক হয়ে হাশেম খান-রফিকুন নবী বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করেছেন

ছদ্মবেশে রেলস্টেশনে ইউএনও, ধরা খেলেন কালোবাজারি

২৩ দিন পর নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি বন্ধ, আতঙ্ক কমেনি স্থানীয়দের

অ্যাম্বুলেন্সে ৭৫ কেজি গাঁজা পাচার, গ্রেপ্তার ২: র‍্যাব

আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ার কেনা যাবে না