ওয়েস্ট ইন্ডিজের তবে কি আর ২০২৩ বিশ্বকাপে খেলা হবে না? নেদারল্যান্ডস কার্যত সেই জায়গায় নিয়ে গিয়েছে ক্যারিবিয়ানদের। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোণঠাসা করে সুপার ওভারে হারিয়ে দিয়েছে ডাচরা।
ফলে তৃতীয় দল হিসেবে কোনও পয়েন্ট ছাড়াই বাছাইয়ের সুপার সিক্সে পৌঁছেছে ক্যারিবিয়ানরা। যে কারণে বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইটা ভীষণ কঠিন হয়ে গেলো তাদের।
হারারেতে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৭৪ রানের পাহাড় গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান ৬৫ বলে খেলেন ১০৪ রানের বিধ্বংসী এক ইনিংস। হার না মানা সে ইনিংসে ৯টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তিনি।
এছাড়া ব্রেন্ডন কিং ৮১ বলে ৭৬, জনসন চার্লস ৫৫ বলে ৫৪, শাই হোপ ৩৮ বলে ৪৭ আর শেষদিকে নেমে কেমো পল ২৫ বলেই খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস।
রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করে নেদারল্যান্ডস। শুরুর দিকে একটু নড়বড় করলেও তাদের দলের প্রতিটি খেলোয়াড় কিন্তু চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। ম্যাচ জিততে নিজেদের সবটা নিংড়ে দিয়ে তারা লড়াই চালিয়ে যান। তার মধ্যে নেদারল্যান্ডসের তেজা নিদামানুরু চাপের মধ্যেও দুরন্ত সেঞ্চুরি করেন। ৭৬ বলে ১১১ রানের দুরন্ত একটি লড়াকু ইনিংস খেলেন তিনি। তাকে এই লড়াইয়ে কিছুটা সঙ্গত দেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। তেজা এবং স্কট মিলে পঞ্চম উইকেটে ১৪৩ রান যোগ করেন।
এছাড়াও ওপেন করতে নেমে বিক্রমজিৎ সিং ৩৭ (৩২ বল) এবং ম্যাক্স ও’দাউদ ৩৬ (৩৬ বল) রান করেছিলেন। তিনে নেমে ওয়েসলি বেরেসি ২৭ (৩৪ বল) করেন। ব্যাস ডি লিট করে ৩৩ রান (৪৭ বলে)। আটে নেমে লোগান ভ্যান বিক করেন ১৪ বলে ২৮ রান। সবমিলিয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান করে ম্যাচ টাই করে ফেলে নেদারল্যান্ডস।
খেলা গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে একাই ব্যাটে-বলে বাজিমাত করেন লোগান ভ্যান বিক। সুপার ওভারের ছয় বলে তার রানের পরিসংখ্যান ৪-৬-৪-৬-৬-৪। অর্থাৎ এই ওভারে তিনি জেসন হোল্ডারকে তিনটি ছক্কা এবং তিনটি চার হাঁকান। কোনও উইকেট না হারিয়ে মোট ৩০ রান হয় এই ওভারে।
উইন্ডিজ জবাবে ব্যাট করতে নামলে বল করতে আসেন ভ্যান বিকই। ব্যাটের পর বল হাতেও তিনি কামাল করেন। চার্লস তার প্রথম বলে ছক্কা দিয়েই শুরুটা করেন। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি উইন্ডিজ। ভ্যান বিকের পরের চার বলে বলে চার, ছক্কা হওয়া দূরের কথা, দ্বিতীয় ও তৃতীয় বলে দু’টি সিঙ্গল রান হয়। আর চতুর্থ এবং পঞ্চম বলে দুই উইকেট পড়ে যায়। সুপার ওভারে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।