মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইইউ প্রতিনিধিদের জানালেন ফখরুল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৪, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ

দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দলটি।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশের নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির চিন্তা-ভাবনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচন ইস্যুতে সার্বিক বিষয় পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের যে টিম আসবে তা নিয়ে আলোচনা হয়েছে।

jagonews24

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফখরুল জানান, বৈঠকে বিএনপি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে জানিয়েছে যে, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।

এর আগে বিকেল ৩টায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যায়। এই দলে আরও ছিলেন ইইউর ডেপুটি রাষ্ট্রদূত স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান।

অন্যদিকে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

সর্বশেষ - আইন-আদালত