চলতি বছরের জুলাই মাসে প্রথমবারের মতো তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ বুধবার সকাল ছয়টায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল ছিল ৫২ দশমিক ১৮ মিটার। এটি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ১৫ মিটার।
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক (গেজ রিডার) নুরুল ইসলাম। তিনি বলেন, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা চলতি বছরের ৫ জুলাই এই প্রথম অতিক্রম করেছে।
লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ড দপ্তরের সূত্রে জানা যায়, এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল ছিল ৫১ দশমিক ৯৫ মিটার, যা এ পয়েন্টের পানির বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে ছিল।