রাজধানীর ধানমন্ডি-১৫ নম্বরে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মাহাদী হাসান জারিফ (২৫) দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) তাকে আদালতে হাজির করা হয়। এরপর তিনি দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ৩ জুলাই সন্ধ্যায় ধানমন্ডি-১৫ নম্বরে একটি ভবনে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর অভিযুক্তকে আসামি করে ভুক্তভোগীর বাবা মামলা করেন। আশপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বরিশালের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে গ্রেফতার করা হয়।