শুক্রবার , ৭ জুলাই ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হ্যাটট্রিক করে মোহামেডানকে তিনের লড়াইয়ে ফেরালেন দিয়াবাতে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৭, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন কে, তার উত্তর জানা হয়ে গেছে অনেক আগেই। তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে ঘরোয়া ফুটবলে নতুন রেকর্ড করেছে বসুন্ধরা কিংস।

রানার্সআপ কে, সেটাও নিশ্চিত। আবাহনী দুই ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় হওয়াটা নিশ্চিত করেছে। এখন আকর্ষণ বলতে কিছুই নেই লিগের। কেবল দেখার অপেক্ষা শেষ পর্যন্ত তৃতীয় স্থানটি জোটে কাদের ভাগ্যে।

তিনের জন্য লড়ছে তিন দল। বাংলাদেশ পুলিশ, মোহামেডান ও শেখ রাসেল। এই তিন দলের মধ্যেই এক দল বসবে টেবিলের তিন নম্বরে। শুক্রবার অবনমন হয়ে যাওয়া উত্তরার আজমপুর ফুটবল ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় হওয়ার দাবিটা জোরালো করেছে সাদা-কালোরা।

জাতীয় দলের ব্যস্ততা ও ঈদুল আজহার কারণে একমাসেরও বেশি সময় বন্ধ থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবার মাঠে গড়িয়েছে। ঘরের মাঠ কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে বড় জয় এনে দিয়েছেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। মালির এ ফরোয়ার্ড করেছেন হ্যাটট্রিক। তিন গোল করে দলকে দারুণভাবে ফিরিয়ে এনেছেন তিনে ওঠার লড়াইয়ে।

শুক্রবার অন্য দুই ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৩-১ গোলে হেরেছে বসুন্ধরা কিংসের কাছে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে।

ফেডারেশন কাপের পর এবার প্রিমিয়ার লিগেও সুলেমান দিয়াবাতে ঝলক। গত ৩০ মে এই মাঠেই ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী লিমিটেডকে টাইব্রেকারে হারিয়ে ১৪ বছর পর এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল মোহামেডান। তবে লিগে ফিরেই তারা চ্যাম্পিয়ন কিংসের কাছে হেরেছিল।

এক ম্যাচ পরেই আবার জয়ের ধারায় ফিরেছে সাদা-কালোরা। এই জয়ে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে মোহামেডান। সমান ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান আজমপুর ক্লাবের।

১০ মিনিটে জাফর ইকবালের পাস থেকে গোল করে সাদা-কালোদের লিড এনে দেন দিয়াবাতে। ৪৯ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল ব্যবধান দ্বিগুণ করেন।

৫৪ মিনিটে মোহামেডানের তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার সানোয়ার হোসেন। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দিয়াবাতে । ৮৩ মিনিটে গোল করেন মোহামেডানের শাহরিয়ার ইমন। ৮৯ মিনিটে মোহামেডানের ষষ্ঠ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে।

শেখ জামালের বিপক্ষে ম্যাচ শুরুর ৩ মিনিটেই লিড নেয় বসুন্ধরা কিংস। গোল করেন ব্রাজিলের মিগুয়েল দামাসেনা। ৪২ মিনিটে রবসন রবিনহোর যোগান দেয়া বলে ডান পায়ের কোনাকোনি শটে লক্ষ্যভেদ করেন আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রবিনহো। ৯০ মিনিটে জামালের একমাত্র গোলটি করেন আবু সাইদ।

১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে শেখ জামাল। আর চ্যাম্পিয়ন কিংসের সংগ্রহ ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট।

কিংস অ্যারেনায় হোম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলের জয় পায় ফর্টিসের বিপক্ষে। ৩৩ মিনিটে গোল করেন রাসেলের এমফন উদোহ। ৬২ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্যানেথ ইকেছুকু ব্যবধান বাড়ান।

এই জয়ে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গোলগড়ে মোহামেডানের পড়েই রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আটে আছে ফর্টিস এফসি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইলেকশন মনিটরিং ফোরাম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আগ্রহ নেই ইইউ প্রতিনিধি দলের

নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মানদৌস’ হয়ে ভারতের দক্ষিণ উপকূলের দিকে এগোচ্ছে

‘সর্বনাশা খেলা’ থেকে বিরত থাকুন, শিক্ষামন্ত্রীকে আইডিইবি নেতারা

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বিস্ফোরণজনিত দুর্ঘটনায় দায়ী কে, এ প্রশ্নের জবাব মেলে না

জেলগেট থেকে ফের গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির

এসএসসি: চতুর্থ দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ৫৪

লড়াই করেও হারল বাংলাদেশ

ইমরান ছাড়াও পাকিস্তানের যেসব প্রধানমন্ত্রী কারাগারে গিয়েছিলেন

রামগড় বিজিবি’র অভিযানে ভারতীয় ঔষধ ও মদসহ ২ চোরাকারবারি আটক

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, ‘টার্গেট’ বড় ‘শোডাউন’