আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য জীবন দিয়েছিলেন আমার পিতা শহীদ তাজউদ্দীন আহমদ। আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে কাপাসিয়াবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
সোমবার গাজীপুর কাপাসিয়া পুরাতন ধান বাজারে কাপাসিয়া উপজেলা কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে উন্নত বাংলাদেশ আধুনিক বিশ্বে আজ এক বিষ্ময়ের নাম। বাংলার আপামর কৃষক সমাজ কৃষি খাতে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয় উপহার দেবে।
প্রধান আলোচক কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, বাংলার কৃষক সমাজ বাংলাদেশ কৃষক লীগের নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে কৃষক হত্যাকারী কোনো অপশক্তিকে ক্ষমতায় আসতে দেবে না। কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ কৃষক লীগ।
এ সময় এক হাজার ফলজ বনজ ও ভেষজ গাছ রোপণ করে কাপাসিয়া উপজেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি।
কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক রোমানা আলী টুশি এমপি, সমবায় বিষয়ক সম্পাদক লায়ন আহসান হাবিব, মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামসুদ্দিন আল আজাদ, কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান লিটন, আনোয়ার হোসেন বাচ্চু, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজি আব্দুল কাদির মন্ডল ও গাজীপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।