মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘ধোনি এন্টারটেনমেন্ট’র প্রথম প্রযোজনা ‘লেটস গেট ম্যারেড’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১১, ২০২৩ ৫:১৮ পূর্বাহ্ণ

প্রকাশ্যে এলো ‘ধোনি এন্টারটেনমেন্টস’-এর প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’ সিনেমার ট্রেলার। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী সাক্ষী ধোনির প্রযোজনা সংস্থার প্রথম সিনেমার ট্রেলার শেয়ার করলেন তারকা দম্পতি।

‘লেটস গেট ম্যারেড’ একটি পুরোপুরি হাস্য-রসাত্মক ঘরানার সিনেমা। চলতি মাসেই এটি মুক্তি পাবে। সিনেমা কেন্দ্রী চরিত্রে দেখা যাবে হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগি বাবু ও মির্চি বিজয়কে। প্রকাশ্যে ‘ধোনি এন্টারটেনমেন্ট’-এর প্রথম সিনেমার ট্রেলার।

এদিন প্রযোজনা সংস্থার অফিসিয়াল হ্যান্ডল থেকে সিনেমার ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘এলজিএম সিনেমার ট্রেলার প্রকাশ করা হলো- এক রঙিন ও মজার মনোরঞ্জক সিনেমা যা বড়পর্দায় আসছে জুলাইয়ে।’

এই ‘লেটস গেট ম্যারেড’ রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা যা দেখাবে এক অল্পবয়সী জুটি বিয়ে করতে গিয়ে সম্মুখীন হওয়া সমস্যার গল্প।

রমেশ তামিলমণি পরিচালিত এ সিনেমার সংগীত পরিচালনারও দায়িত্বে রয়েছেন তিনি। সিনেমার মূল ভাবনা সাক্ষী ধোনির, ট্রেলার দেখে মনে করা হচ্ছে এ সিনেমা সবার মন জয় করবে।

সর্বশেষ - আইন-আদালত