ঢাকায় বিএনপির ডাকা সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তারা এ মন্তব্য করেন।
সভায় আওয়ামী লীগের নেতারা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সব ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কাউকেই দেশের শান্তি বিনষ্ট করার কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। এজন্য তৃণমূল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
তারা বলেন, ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে ও দেশের বাইরে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখতে হবে। এখন কোনো মতানৈক্য নয়; এখন শুধু ঐক্য গড়ে তুলতে হবে তৃণমূল নেতাকর্মীদের মাঝে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। এ বর্ধিত সভায় সঞ্চালনা করছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. পনিরুজ্জামান তরুণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এনাম এমপি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. আব্দুল বাতেন মিয়া প্রমুখ।