নাটোরের লালপুরে সাপের কামড়ে মোজদার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বামনগ্রামে এঘটনা ঘটে বলে জানা গেছে। সে একই গ্রামের মৃত তাছেন আলীর ছেলে।
গোপালপুর বাজার থেকে বাড়ী ফেরার পথে বিষধর সাপ মোজাদারকে কাপড় দেয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে আহত অবস্থায উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য লালন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।