শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে আ জ ম নাছিরের আহ্বান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১৫, ২০২৩ ৪:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গণতন্ত্র চর্চায় সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নগরীর ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জনগণকে জাগিয়ে তুলতে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণ করেছে আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন তার বিজয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিট নেতাকর্মীরা একত্রিত হয়ে কাজ করবে বলেও জানান তিনি।

এসময় সন্ত্রাস, অরাজকতা ও নাশকতাকারীদের রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন আ জ ম নাছির।

তিনি আরও বলেন, জামাত-বিএনপি আন্দোলনের নামে মাঠে নেমেছে। এ আন্দোলন জনগণের জন্য নয়। এটি স্বাধীনতাবিরোধী অপশক্তির আস্ফালন। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের বার্তা পৌঁছে দিতে হবে।

মহিউদ্দিন বাচ্চুকে বিজয়ী করতে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

চট্টগ্রাম-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, নৌকা প্রতীক পেয়েছেন তিনি। এ প্রতীক স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের প্রতীক। হারা বা জেতা বড় কথা নয়, এ নির্বাচনকে ঘিরে জড়িয়ে আছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঙালি জাতিসত্তা রক্ষা। তিনি সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বানও জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ খয়রাতি মিয়া চৌধুরী, কাউন্সিলর মোর্শেদুল আলমসহ আরও অনেকে।

সর্বশেষ - আইন-আদালত