নওগাঁয় জনতার মুখোমুখি হয়ে সড়ক সংস্কার, জলাবদ্ধতা সমস্যা নিরসন, মাদক ও দুর্নীতি দূর করাসহ নানা বিষয়ে নওগাঁ পৌরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের প্রশ্নের জবাব দিয়েছেন নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল (জন)। এ সময় সংসদ সদস্যের কাছে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন স্থানীয় লোকজন।
শনিবার রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলা পশু হাসপাতাল মাঠে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন।
‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণের মুখোমুখি নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন’ অনুষ্ঠানটি নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া, চকমুক্তার, চকবাড়িয়া, কোমাইগাড়ী ও থানাপাড়া এলাকাবাসী ব্যানারে আয়োজন করা হয়।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল স্বাগত বক্তব্য দেন।
এ সময় সংসদ সদস্য হওয়ার পরে গত সাড়ে চার বছরে নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলা ১২টি ইউনিয়নে কী কী বরাদ্দ হয়েছে, কী কী উন্নয়ন হয়েছে এবং আরও কী কী পরিকল্পনা আছে, উপস্থিত জনতার কাছে তুলে ধরেন। এছাড়া স্থানীয় লোকজনের কাছে এলাকার সমস্যা ও প্রয়োজনের বিষয়েও পরামর্শ চান তিনি।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত হয়েছিলেন।
সংসদ সদস্যের স্বাগত বক্তব্যের পর নওগাঁ পৌরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নানা প্রশ্ন ও দাবি-দাওয়া তুলে ধরেন। সাধারণ মানুষের বক্তব্যে পৌরসভার ডিগ্রি কলেজ মোড় থেকে থানা মোড় এবং সিএ অফিস মোড় থেকে চকবাড়িয়া সড়কসহ পাড়া-মহল্লার বিভিন্ন সড়কের বেহাল চিত্রের কথা উঠে আসে।
এছাড়া পৌরসভার বাঙ্গাবাড়িয়া, চকমুক্তার, চকবাড়িয়া, কোমাইগাড়ী ও থানাপাড়ায় বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সমস্যা, কাঁচারাস্তা পাকাকরণ, মাদকসেবীদের আড্ডা, বখাটেদের উৎপাতসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেসব সমস্যা সমাধানের দাবি জানান স্থানীয় লোকজন।
প্রশ্নের জবাব ও দাবির বিষয়ে নিজাম উদ্দিন বলেন, পৌরসভার বিভিন্ন রাস্তার সংস্কার ও জলাবদ্ধতা সমস্যা সমাধানের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে গত সাড়ে চার বছর বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করে বেশ কিছু প্রকল্প এনেছি। সেসব প্রকল্পের বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিগুলোর মধ্যে কিছু কাজ চলমান রয়েছে। কিছু কাজ আগামী দুই-এক মাসের মধ্যে দৃশ্যমান হবে। মাদক ও বখাটেদের উৎপাত সমস্যার সমাধানে জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অন্যান্য যেসব সমস্যার কথা বলেছেন, সবগুলো নোট নিয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত জনগণের কাছে আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান সংসদ সদস্য নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।