রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিএনপির ঢাকার পদযাত্রার আংশিক পথ পরিবর্তন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১৬, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচির পথ পরিবর্তন করেছে বিএনপি। রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টিপু বলেন, শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পদযাত্রা কর্মসূচি মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পদযাত্রাটি গাবতলী থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) শেষ হবে। একই দিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা গাবতলী থেকে শুরু করে মগবাজারে গিয়ে উত্তরের পদযাত্রায় যুক্ত হবে।

তিনি বলেন, ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজে গিয়ে ঢাকা মহানগর বিএনপি উত্তরের সঙ্গে যুক্ত হবে।

টিপু বলেন, আগামী মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার পাশাপাশি সারাদেশের সকল জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন-আদালত