জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মহাখালীর আব্দুল হামিদ দর্জী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় মাত্র ১৬টি ভোট পড়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে এ কেন্দ্রে ভোট শুরু হয়। কিন্তু সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ভোটার তেমন দেখা যায়নি। কেন্দ্রের পৃথক চারটি বুথে অলস সময় কাটান এজেন্টরা। তবে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মহাখালীর আব্দুল হামিদ দর্জী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ২৬ জন। অথচ কেন্দ্রটির এক নম্বর কক্ষে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে দুটি। দুই নম্বর কক্ষে ভোট পড়েছে চারটি। তিন নম্বর কক্ষে ভোট পড়েছে তিনটি। এছাড়া চার নম্বর কক্ষে ভোট পড়েছে মাত্র সাতটি।
সকাল ৯টায় চার নম্বর কক্ষে ভোট দেন মহাখালীর মোতালেব হোসেন। তিনি বলেন, কেন্দ্রে ঢুকে ভোট দিতে এক মিনিটের বেশি সময় লাগেনি। এমন ফাঁকা ভোটকেন্দ্র আগে কখনো দেখিনি।
জানতে চাইলে মহাখালীর আব্দুল হামিদ দর্জী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুর্শীদ আলম খান জাগো নিউজকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন তিনি।
রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।
এই নির্বাচন ব্যালটের মাধ্যমে নেওয়া হচ্ছে ভোট। তবে প্রতিটি ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা থাকবে। এ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।