সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মানুষ ভোট দিতে আসলে ভোট নৌকাতেই পড়বে: আরাফাত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১৭, ২০২৩ ৮:০১ পূর্বাহ্ণ

অল্প দিনের মেয়াদ হওয়ায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ কম থাকতে পারে মনে করেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তাঁরা। তবে তাঁর বিশ্বাস, ভোট দিতে আসা মানুষেরা নৌকা প্রতীকেই ভোট দেবেন।

আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর এসব কথা বলেন মোহাম্মদ এ আরাফাত। এই কলেজে মোট পাঁচটি ভোটকেন্দ্র।

৫-৬ মাস মেয়াদের জন্য নির্বাচন নিয়ে ভোটারদের অনীহা থাকে উল্লেখ করে আরাফাত বলেন, ‘এখানে আমরা অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছি। আগ্রহী করার চেষ্টা করছি। আশা করছি যথেষ্ট পরিমাণ ভোট আমরা সংগ্রহ করতে পারব।’

আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী আরও বলেন, আমরা শুধু বলছি ভোট দেন, ভোট দেন, ভোট দেন। আমরা এটাও বলছি না যে নৌকায় ভোট দেন। কারণ আমরা জানি মানুষ ভোট দিতে আসলে ভোট নৌকায় পড়বে। কারণ ডানে-বামে, সামনে-পেছনে চারদিকে শুধু নৌকার ভোট। আমাদের প্রচেষ্টা হচ্ছে মানুষকে ভোট দিতে নিয়ে আসা‌।

৪ কেন্দ্রে ২ ঘণ্টায় ২ শতাংশের কম ভোট পড়েছে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম। নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরা অলস বসে আছেন। ভাষানটেক এলাকার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কেন্দ্রে সকাল ১০টার দিকে তোলা

ভোটারদের কম উপস্থিতির বিষয়ে মোহাম্মদ এ আরাফাত বলেন, সকাল বেলায় কয়েকটা জায়গায় ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। সকাল বেলায় একটু বৃষ্টি পড়েছে। এ কারণে ভোটের টার্ন আউট (ভোটার উপস্থিতি) একটু কম হয়েছে। আপনারা হয়তো গুলশান বনানী বারিধারার ভোটকেন্দ্র দেখেছেন, সেখানে এমনিতেও একটু দেরি করে ঘুম থেকে উঠে এই এলাকার ভোটাররা ভোট দিতে আসেন। কিন্তু কালাচাঁদপুর, নর্দা—ওইসব এলাকায় ভোটার অনেক আসছে। ভাসানটেকে, কড়াইলে ভোটার অনেক এসেছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ মনে হচ্ছে।

কেমন ভোট পড়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, লাইন দেখে মনে হচ্ছে ভালোই ভোটার আসছে। এক্জাক্ট ফিগার বলতে পারব না।
জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে আওয়ামী লীগের এ প্রার্থী বলেন,  নৌকা বিজয়ী হবে। এর তো কোনো বিকল্প নেই বাংলাদেশে।

এক কেন্দ্রে ভোটার ৩০৫৮, প্রথম দেড় ঘণ্টায় একটি ভোটও পড়েনি

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে মোট পাঁচটি ভোটকেন্দ্র রয়েছে

অন্য প্রার্থীর কলিং এজেন্ট না থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ এ  আরাফাত বলেন, এখানে ১২৪ টা সেন্টার আছে। আমার ধারণা ৬০০ এর মতো বুথ আছে, এজেন্ট ৬০০ তো  মিনিমাম লাগবে। একজন এজেন্ট প্রতিটা বুথে সারা দিন, এটাতো আবার চেঞ্জ করতে হয়। শুধু এজেন্টের কথা চিন্তা করলে ১২ শ তো নিদেন পক্ষে লাগে, সাংগঠনিক শক্তি যদি না থাকে হয়তো পারে না অনেক ক্ষেত্রে। সে ক্ষেত্রে আমার কিছু বলার নাই। তবে আওয়ামী লীগের তো সেই সাংগঠনিক শক্তি আছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

হরতালের সমর্থনে শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিল

মৌলভীবাজার-১ বিএনপির মনোনয়নপ্রত্যাশী এক ডজন, আলোচনায় মিঠু-সাজু

এফবিসিসিআই মালিক-শ্রমিক উভয়ের স্বার্থরক্ষায় কাজ করতে হবে

গুলিতে ছাত্রদল নেতা নিহত: ব্রাহ্মণবাড়িয়ার এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

ঠাকুরগাঁওয়ে কলেজ ছুটি দিয়ে আ’লীগের সম্মেলন

ব্রিটিশ আইনপ্রণেতাদের তাইওয়ান সফরে চীনের হুঁশিয়ারি

সীমান্তে দেড় কোটি টাকার সোনা ফেলে পালালেন দুই চোরাকারবারি

ইসরায়েলে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ১৯ নাগরিক নিহত

জুলাইয়ে প্রথমবারের মতো ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে

নাইকো দুর্নীতি: খালেদার অভিযোগ গঠনের শুনানি ৮ নভেম্বর