বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। সবার একটিই দাবি, শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন শুধু বিএনপি নয়, জনগণের দাবিতে পরিণত হয়েছে।
মঙ্গলবার বিকালে রংপুর মহানগরীর বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পদযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, পরিতোষ চক্রবর্তী, জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
বক্তব্য রাখেন- জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদল আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আল ইমরান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, কৃষক দল মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহিলা দল সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা সালেক, জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গা, ওয়াহেদুজ্জামান মাবু, কাজী খয়রাত, ফজলার রহমান বাদল, মিজানুর রহমান রন্টু প্রমুখ।
এ সময় মহানগর ও জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে শাপলা চত্বর বটতলা থেকে পদযাত্রা বের করেন দলটির নেতাকর্মীরা। পদযাত্রাটি নগরীর শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানির মোড়, প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ঢাকাতে উপনির্বাচনে সরকার স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করার জন্য কি ধরনের শক্তি প্রয়োগ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল কিন্তু পুলিশ ওই প্রার্থীকে ধরে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের গুণ্ডা বাহিনীর হাতে। তাই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।