লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমরা যেদিন কর্মসূচি পালন করি ওই দিন শান্তি সমাবেশের নামে সরকার সারাদেশে অশান্তির পরিবেশ তৈরি করে। আওয়ামী লীগ শান্তি নয়, অশান্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ বিদায় নিলেই দেশে শান্তি আসবে।
বুধবার রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপি আয়োজিত পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন কর্নেল (অব.) অলি।
কর্নেল অলি বলেন, অতীতে যেমন কোনো স্বৈরাচার সরকারই দমন-পীড়ন চালিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি বর্তমান ক্ষমতাসীনরাও গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। তাদের পতন হবেই।
তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প কিছু ভাবছি না।
কর্নেল অলি বলেন, সাধারণ মানুষের আয়ের চেয়ে ব্যয় তিন থেকে চার গুণ বেড়েছে। মানুষদের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মানবাধিকার বলে দেশে কিছু নেই। সরকারি দলের সদস্যরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মানুষকে ভীতি প্রদর্শন করছে।
পদযাত্রায় এলডিপি প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।